পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
তিস্তা ক্যানেলে বাঁধের রাস্তার উপর দিয়ে শিলিগুড়ির দিক থেকে আসা একটি অল্টো নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পরে যায়।মুহূর্তের মধ্যে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যায় গাড়িটি।
এই খবর ছড়াতেই চারদিক থেকে দলে দলে লোক আস্তে থাকে।স্থানীয় মানুষ তল্লাশি শুরু করেছে, কিন্তু গাড়িটির এখনো পর্যন্ত জলের তলায় ।স্থানীয় সূত্রে জানা গেছে,শিলিগুড়ির দিক থেকে আসা একটি সাদা রঙের অল্টো আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ হাপতিয়া গছ পাওয়ার হাউসের আগে তিস্তা ক্যানেলে পরে যায়।
গাড়িটি কয়েকজন পথ চলতি মানুষ পড়তে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে।তাদের মধ্যে প্রত্যক্ষদর্শী কুতুব আলীর জানায় গাড়িটি ক্যানেল পরে,চালককে দেখা গেছিলো কিন্তু মুহূর্তেই সে গাড়ি শুদ্ধ জলে তলিয়ে যায়। চোপড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চোপড়া থানার আই,সি,পার্থ সারথী মজুমদার,তিনি জানান,ঘটনার কথা শুনেছি উদ্ধার কাজের জন্য ক্যানেলের জল বন্ধ করার জন্য তিস্তা সেচ দপ্তরে জানানো হয়েছে এছাড়াও বিডিও এসডিও সহ প্রয়োজনীয় সব জায়গায় জানানো হয়েছে এবং ডুবুরী আনার চেষ্টা চলছে।
ততক্ষণে স্থানীয় মানুষের চেষ্টায় খোঁজাখুঁজি চলছে ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।খবর লেখা পর্যন্ত গাড়ি উদ্ধার হয়নি।
আরও পড়ুনঃ ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584