নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
হাইকোর্ট ও রাজ্য সরকারকে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের সবচেয়ে প্রাচীনতম কালীবাড়ি আমাইপাড়া বুড়ি মা ঠাকুরানী বাড়ির পুজো সমস্ত নিয়ম নীতি ও রীতি মেনেই প্রত্যেকবারের ন্যায় এবছরও হচ্ছে।
কিন্তু থাকছে না প্রত্যেকবারের মত নাট মন্দির চত্বরে মেলার আয়োজন। পুজো দেওয়ার জন্যও সরকারের নিয়ম মেনেই বিধিনিষেধ রাখছে পুজো কমিটি।
মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পর কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে মন্দির চত্বরে। এক কথায় মাস্ক বাধ্যতামূলক করেছে মন্দির কমিটি।
আরও পড়ুনঃ আমজনতার জন্য শুরু হল লোকাল ট্রেনের চলাচল
প্রত্যেক বছর মায়ের ভোগের জন্য ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কুপন। কিন্তু এই বছর সরকারি নির্দেশ মেনে কোন ভিড় বা জমায়েত যেন না হয় তারজন্য এ বছর মায়ের ভোগের কুপন বন্ধ রাখা হয়েছে।
বর্তমান মন্দিরের সেবায়েত সুব্রত ভট্টাচার্য বলেন, “প্রশাসনের কাজ প্রশাসন করবে। মন্দির কমিটি প্রশাসনকে তার কাজে সম্পূর্ণরূপে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584