শিশু নিগ্রহের প্রতিবাদে ‘আমার আর্তনাদ’

0
526

মোহনা বিশ্বাস,বিনোদন ডেস্কঃ

amar artanad | newsfront.co
নিজস্ব চিত্র

সাম্প্রতিককালে বেড়েই চলেছে শিশু নিগ্রহের মতো কুরুচিকর ঘটনা। তালিকায় রয়েছে এহেন আরও নানারঙের অপরাধ। অথচ বিনা শাস্তিতে নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা।

Amar Artanad released | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই সত্য ঘটনাকেই ‘আমার আর্তনাদ’ ছবিতে তুলে ধরেছেন পরিচালক সুজিত পাল। ২১শে ফেব্রুয়ারি মুক্তি পেল এই ছবি।

actor and actreses | newsfront.co
নিজস্ব চিত্র

ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, মনোজ মিত্র, অর্পিতা মুখার্জি, অঞ্জনা বসু, মানসী সিনহা, দেবলীনা কুমার, সিদ্ধার্থ রায়(সিধু) সহ অন্যান্যরা।

artist | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বলিউডে পা রাসমণির, সহ অভিনেতা জুনিয়র বচ্চন

শিশু নিগ্রহের বিরুদ্ধে তিন বন্ধুর লড়াইয়ের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। লেখাপড়ার জন্য ছোট্ট মেয়েকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন অভিভাবকরা।

Amar artanad cast | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু শিক্ষক যদি হয় জানোয়ারের থেকেও অধম? তা হলে কীভাবে নিশ্চিন্ত থাকবেন অভিভাবকরা? এইরকমই কিছু চিত্র উঠে এসেছে এই ছবিতে।

new movie Amar Artanad | newsfront.co
নিজস্ব চিত্র

ছবিতে আইনজীবীর ভূমিকায় রয়েছেন অর্পিতা চ্যাটার্জি। শিশু চরিত্রে অভিনয় করেছে ঐশী। সর্বোপরি ছবিটিতে একটা লড়াই আছে। যা দর্শকের মনকে নাড়া দেবে।

released amar Artanad | newsfront.co
নিজস্ব চিত্র
Arpita Chatterjee and others | newsfront.co
নিজস্ব চিত্র

বাস্তবতাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। তবে ছবির শেষে তিন বন্ধুর লড়াইটা যে হঠাতই থেমে যায় সেটা আরও স্পষ্ট করা হলে দর্শকবৃন্দের কাছেও বিষয়টি সম্বন্ধে আরও সহজ ধারণা হত।

amar artanad movie | newsfront.co
নিজস্ব চিত্র

ছবিটির বাকি অংশের মধ্যে বাস্তবতা আছে ভরপুর। সবমিলিয়ে ‘আমার আর্তনাদ’-এর নামকরণ সার্থক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here