মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সিটি অফ জয় এখন একটা নয়, বেশ কয়েকটা অসুখ নিয়ে দিনযাপন করছে। তাই ক্লান্ত হয়ে থমকে গেছে প্রেমের সেই শহর। একদিন যে শহরটা দিন রাত মানুষের ভিড়ে প্রাণোচ্ছল থাকতো, আজ আমার সেই শহরটাই করোনা, আমপান এবং আরও নানা কারণে এক্কেবারে একা।
শহরের এই একলা থাকার গল্প নিয়েই গান গাইলেন শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। আজ, রবিবার মন খারাপ করা বৃষ্টির সন্ধ্যাতেই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেল শিল্পীর নতুন গান ‘আমার শহরের মন খারাপ’। গানটির কথা ও সুর সৈনিক দে’র।
স্নিগ্ধজিৎ-এর কণ্ঠে শহরের এই গানটি শুনে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন শ্রোতারা। গানের ভিডিওটিতে যেমন আমপান-বিধস্ত শহরের চিত্র ফুটে উঠেছে তেমনি শহরের করোনা পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিকদের চিত্রও ফুটে উঠেছে। বলা যেতে পারে, বর্তমানে শহরে যে দুর্দশা পরিলক্ষিত হচ্ছে তার কথাই স্নিগ্ধজিৎ ভৌমিকের এই নতুন গানে উঠে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584