নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
চীনা হামলার প্রতিবাদে সরব হল মুর্শিদাবাদবাসী। হামলায় ভারতীয় বীর সেনা নায়কদের মৃত্যুতে প্রতিবাদ জানাতে কুশপুত্তলিকা পোড়ানো হয় এদিন। অমরনাথ যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করা হয়।
বৃহস্পতিবার বহরমপুরের ভাকুড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে চীনের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন অমরনাথ যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, চীন যেভাবে ভারতের সৈনিকদের উপর আঘাত হেনেছে তাতে আমরা চীনকে ধিক্কার জানাই।
আরও পড়ুনঃ চীনের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হল হেমতাবাদে
পাশাপাশি দেশের সমগ্র মানুষকে চীনের সামগ্রী বয়কটের সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানায়। অপরদিকে লাদাখে ভারতীয় সেনার উপর হামলার প্রতিবাদে এবং ভারতের অখণ্ডতা রক্ষার্থে বহরমপুরের কল্পনা মোড় এলাকায় বিক্ষোভ অবস্থান করলো বিজেপির বহরমপুর দক্ষিণ পৌর মণ্ডল কমিটি।
বিক্ষোভের পাশাপাশি চীনা দ্রব্য বর্জনের দাবি তোলে বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয় বিজেপির পক্ষ থেকেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584