করোনা পরিস্থিতির জন্য বাতিল অমরনাথ যাত্রা

0
47

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এইমুহূর্তে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের কারণে বন্ধ রয়েছে অনেক কিছুই। সেই তালিকায় নতুন সংযোজন অমরনাথ যাত্রা। করোনা পরিস্থিতিতে এ বছর বাতিল করা হল ২০২০ সালের অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীরের অমরনাথ যাত্রা হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক বড় আকর্ষণ। বছরে একবারই মেলে এই তীর্থ দর্শনের সুযোগ। কিন্তু করোনা সংক্রমণের এই সময়ে এবার আর তা সম্ভব নয়।

Amarnath Yatra | newsfront.co
ফাইল চিত্র

মঙ্গলবার এই সংক্রান্ত বৈঠকের পরে এমনই ঘোষণা করেছে শ্রী অমরনাথ তীর্থক্ষেত্র পরিষদ। বৈঠকে পৌরহিত্য করেন পর্ষদের চেয়ারম্যান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু। উল্লেখ্য, যে হারে দেশে করোনার প্রকোপ বাড়ছে, সেই পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এ দিন শ্রীনগরের রাজ ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিস্থিতি বিচার করে পর্ষদের তরফে জানানো হচ্ছে যে এ বছরের অমরনাথ দর্শন যাত্রা স্থগিত রাখা হচ্ছে। কোটি কোটি ভক্তজনের শ্রদ্ধা ও আবেগ সম্পর্কে সম্পূর্ণ অবহিত পর্ষদ তাই সিদ্ধান্ত নিয়েছে, অমরনাথধাম থেকে সকাল ও বিকেলের আরতির সরাসরি টিভি সম্প্রচার করা হবে।’

আরও পড়ুনঃ প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন

স্বাস্থ্য সুরক্ষার উপরে জোর দিয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে যে, অমরনাথ যাত্রায় স্বাস্থ্য নিরাপত্তা এবং সেই সঙ্গে রসদ ও পরিকাঠামোর চাপ অপরিসীম থাকবে। যার ফলে এ বছরের যাত্রা সুষ্ঠু ভাবে আয়োজনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এই কারণে কোনও ঝুঁকি না নিয়ে অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পর্ষদ। এর আগে চলতি মাসের শুরুতে এ বছরের অমরনাথ যাত্রা বাতিল করে তীর্থক্ষেত্র থেকে সরাসরি টিভি সম্প্রচারের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, বিষয়টি স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত সাপেক্ষ।

আরও পড়ুনঃ মাস্ক ছাড়া বেরলেই এবার দিতে হবে জরিমানা, সতর্কবার্তা নগরপালের

কাশ্মীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উঁচুতে অমরনাথ হিন্দু ধর্মালম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থল। সেখানে বছরের এই সময়টাতেই শুধু বরফের শিবলিঙ্গ দেখা যায়। পরপর দু’বছর অমরনাথ যাত্রা বাতিল হল। গত বছরে মাঝপথেই অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের জন্য সেই সময়ে বন্ধ করা হয় যাত্রা। এবারও করোনা সংক্রমণের আশঙ্কায় থমকে গেল অমরনাথ যাত্রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here