ভয়ের কিছু নেই, মাত্র ৫% রোগী আশঙ্কাজনকঃ মুখ্যমন্ত্রী

0
44

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ যতই উর্ধ্বগামী হোক, রাজ্যে আশঙ্কাজনক রোগী মাত্র ৫ শতাংশ। তাই ভয়ের কিছু নেই।’ মঙ্গলবার ২১ জুলাই ভার্চুয়াল সভা থেকে এই ভাষাতেই রাজ্যবাসীকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি আবার জানান, ‘করোনা যুদ্ধে রাজ্য সরকার রাজ্যবাসীর পাশেই রয়েছে।’

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

শহীদ দিবসে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে ১৩ জন শহীদের পাশাপাশি কোভিডের কারণে মৃতদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বাংলায় গোষ্ঠী সংক্রমণের ঘটনায় সপ্তাহে দু দিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বক্তব্যে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বললেন, ”ভয়ের কিছু নেই। বাংলা অনেকগুলি সীমান্ত দিয়ে ঘেরা। নানা জায়গা থেকে নানা লোক আসে, রোগও আসে। টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট – এসবের মাধ্যমে রোগ মোকাবিলা করতে হবে। নমুনা পরীক্ষা বাড়ানো হচ্ছে, আরও বাড়ানো হবে। তবে ভাল কথা এই যে, রোগীদের মধ্যে ৮৭ শতাংশই উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত। মাত্র ৫ শতাংশ রোগীর অবস্থা কিছুটা আশঙ্কার। তাঁদের ঠিকমতো ট্রেস করে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

আরও পড়ুনঃ নাম না করে রাজ্যপালকে ২১-র মঞ্চ থেকে নিশানা মমতার

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টকে লক্ষ্যমাত্রা ধরে আমরা দৈনিক ১৫ হাজার টেস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাজ্যে মৃত্যুর হার ২.৫৬%, কমিয়ে ফেলব। জ্বর, শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তার দেখান। রাজ্যে ৮৭% রোগীর অবস্থা গুরুতর নয়। রাজ্যে মাত্র ৫% রোগীর অবস্থা সঙ্কটজনক বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here