ঘরে ঘরে অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ

0
94

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

অ্যামাজন নিয়ে এল এক খুশির খবর। বহুল প্রচলিত ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ এবার জিও সেট টপ বক্সেও। ভারতের বৃহত্তম ও দ্রুততম ক্রমবর্ধমান ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা জিও-র গ্রাহকরা অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপটি তাঁদের সেট টপ বক্সে দেখতে পাবেন।

Amazon prime video | newsfront.co

জিও, কোনো অতিরিক্ত ব্যয় ছাড়াই গোল্ড এবং তার উপরের ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে জিওফাইবার গ্রাহকদের জন্য বার্ষিক ৯৯৯ টাকায় এক বছরের জন্য প্রাইম সদস্যতার প্রস্তাব করে। এই চুক্তির মাধ্যমে জিওফাইবার গ্রাহকরা এখন নির্বিঘ্নে তাঁদের টিভিতে অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপটি দেখতে পাবেন।

অ্যামাজনের সাম্প্রতিক এবং স্বতন্ত্র ব্লকবাস্টার হলিউড, বলিউড এবং ভারতীয় আঞ্চলিক চলচ্চিত্র, শীর্ষস্থানীয় টিভি শো, স্ট্যান্ড আপ কমেডি, বাচ্চাদের অনুষ্ঠানগুলি, সমালোচকদের দ্বারা প্রশংসিত ভারতীয় এবং গ্লোবাল অ্যামাজন অরিজিনালগুলি উপভোগ করতে পারবেন জিও সেট টপ বক্সের সদস্যরা।

আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিকে করোনার ইশারা!

জিওফাইবার গ্রাহকরা গোল্ড এবং তার উপরের প্ল্যানগুলিতে, তাঁদের অ্যামাজন অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে বা তাঁদের জিও সেট টপ বক্সের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলে এবং মাইজিও অ্যাপ বা জিও ডট্ কমে লগ ইন করে তাঁদের বার্ষিক অ্যামাজন প্রাইম মেম্বারশিপ সক্রিয় করতে পারেন। এই অফার পাওয়ার জন্য যাঁরা উপযুক্ত নন এমন গ্রাহকরা কেবল জিওফাইবার গোল্ড এবং তার উপরের প্ল্যানগুলির মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here