ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং কর্মীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিল কেন্দ্র

0
56

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ভারতীয় রাষ্ট্রদূত সহ ১৪০ জন ভারতীয়কে আফগানিস্তান থেকে দেশে ফেরাতে সক্রিয় নয়াদিল্লী। কাবুল তালিবানদের দখলে যাওয়ার পরেই সেখানকার ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিল কেন্দ্র।

Arindom Bagchi
অরিন্দম বাগচী। সৌজন্যেঃ এএনআই

আফগানিস্তানের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত, এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

আজ মঙ্গলবার সকাল থেকে ভারতীয় সেনার দুটি বিশেষ বিমানে সমস্ত কর্মীদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে নয়াদিল্লী । বিদেশ মন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি টুইট করে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ তালিবানদের দখলের পর আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক বিমানবন্দরে, মৃত একাধিক

১৪০ জন ভারতীয় এই মুহূর্তে কাবুলে ভারতীয় দূতাবাসে রয়েছেন বলে জানা গিয়েছে বিদেশ মন্ত্রক সুত্রে। তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষাকারী পুলিশকর্মী ও চার জন সাংবাদিক এই মুহূর্তে কাবুলে রয়েছেন, তাঁদেরও দেশে ফিরিয়ে আনছে কেন্দ্রীয় সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here