প্রধানমন্ত্রীর টুইটের প্রেক্ষিতে ভারতীয় দূতের মন্তব্য ‘ভারত বৈষম্যে বিশ্বাস করে না’

0
113

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

করোনাভাইরাসের সঙ্গে ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি ভীতি জুড়ে দেওয়ার প্রবণতায় ইউনাইটেড আরব এমিরেটস (UAE)- এ অবস্থিত ভারতীয় অ্যাম্বাসেডর পভন কাপুর উপসাগরীয় দেশগুলোয় অবস্থিত ভারতীয়দের সাবধান হতে বললেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাম্প্রতিক করা টুইটকে পুনরায় টুইট করে তিনি স্মরণ করিয়ে দেন যে ভারতবর্ষ বৈষম্যে বিশ্বাস করে না।

তিনি টুইট করে জানান,”ভারত বর্ষ এবং ইউনাইটেড আরব এমিরেটস যেকোনো মূল্যে সবসময়ই সমতার
আদর্শ বিশ্বাস করে। বৈষম্য আমাদের নৈতিকতা এবং আইনের পরিপন্থী। ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত ভারতীয়দের এটা মনে রাখা উচিত।”

ভারতবর্ষে করোনাভাইরাস ছড়ানোর সঙ্গে মুসলিমদের নাম জড়িয়ে দেওয়ার প্রবণতায় উপসাগরীয় দেশগুলোর কিছু বিখ্যাত ব্যক্তিত্ব উদ্বেগ প্রকাশ করার পরেই পভন কাপুরের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি সাংসদ তেজস্বী সুরিয়া সাম্প্রতিক আরবের মেয়েদেরকে নিয়ে কটু বাক্য করেন। সেই তামাশাও ইতিমধ্যেই বুদ্ধিজীবীদের দ্বারা সমালোচিত হয়েছে।

আরও পড়ুন:মাল্যের আবেদন খারিজ লন্ডন হাইকোর্ট

অন্যদিকে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’ ভারতবর্ষে ‘ইসলামোফোবিয়া’ বৃদ্ধি নিয়ে কড়া সমালোচনা করেছে। এই সংস্থার মানবাধিকার শাখা ইতিমধ্যে টুইট করে লিখেছে যে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সঙ্গে ভারতবর্ষে ইসলামভীতি যুক্ত করে মুসলিমদের বদনাম করার অপপ্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়,এর সঙ্গে মিডিয়ার অপপ্রচার সেখানকার মুসলিমদের বৈষম্য ও হিংসার দিকে ঠেলে দিচ্ছে।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন যে করোনাভাইরাস জাতি-ধর্ম-বর্ণ-ভাষা দেখে আক্রমণ করে না।(ফিচার ছবি : জনতা কা রিপোর্টার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here