ধাক্কা সামলাতে ভারত-সহ বিশ্বের ১১ দেশে আর্থিক প্যাকেজ

0
76

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার দাপটে নাজেহাল গোটা বিশ্ব। সংক্রমণ ক্রমশ ছড়াচ্ছে। করোনার প্রভাবে প্রায় স্তব্ধ জনজীবন। শুধু তাই নয়, অর্থনীতিও এই মারণ ভাইরাসের করাল ছায়ায় ঢাকা পড়েছে। সংক্রমণ রুখতে দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ অধিকাংশ দোকানপাট। পৃথিবীর প্রায় সব দেশের চিত্রটা একইরকম। নতুন কাজে যোগ দেওয়া তো দূর, উপরন্তু কাজ হারাচ্ছেন দেশের বহু মানুষ। কোষাগার খালি হচ্ছে। পেটে টান পড়ছে। সবদিক দিয়েই করোনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। এহেন পরিস্থিতি সামাল দিতেই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ১১টি দেশ।

Corona | newsfront.co
গ্রাফিক্স চিত্র

ভারতে করোনা সংক্রমণ ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত মঙ্গলবার রাতে ২০লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি)-এর একটা বড় অংশ খরচ করা হচ্ছে ওই খাতে।

করোনায় কাবু আমেরিকাও। সেখানে সাড়ে ১৩ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই সংক্রমণের শিকার হয়েছেন। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। করোনার জেরে কাজ হারিয়েছেন প্রায় ২ কোটির বেশি মানুষ। আমেরিকার এই কঠিন পরিস্থিতিতে জিডিপির ১৩ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে ঘোষণা করেছে ট্রাম্প সরকার, যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৬৫ হাজার কোটি ডলার।

আরও পড়ুনঃ এক কোটিরও বেশি মানুষের করোনা পরীক্ষার পরিকল্পনা উহানে

করোনার কবলে জার্মানি। সেখানে ১ লক্ষ ৭৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের বেশি মানুষের। করোনার প্রভাব পড়েছে এ দেশের অর্থনীতিতেও। তাই অর্থনীতিকে সচল করতে জিডিপির ১০.৭ শতাংশ দিয়েছে অ্যাঞ্জেলা মের্কেলের জার্মানিও।

করোনা মোকাবিলায় ব্রিটেনে চলছে লকডউন। আর তার জেরে ব্রিটেনের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। তাই অর্থনীতিকে চাঙ্গা করতে এ দেশের জিডিপির ৫ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়ার অর্থনীতি। তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এর জন্য দেশের জিডিপির ২.২ শতাংশ খরচ করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াতে পারেনি জাপানে। জাপানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের আশেপাশে রয়েছে। মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে অন্যান্য দেশে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে যে তার প্রভাব পড়ছে জাপানের অর্থনীতিতেও। এমতাবস্থায় দেশের অর্থনীতিকে ঠিক রাখতে মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে জাপান সরকার যা দেশের জিডিপির ২১.১ শতাংশ।

কোভিড-১৯-এর রক্তচক্ষু থেকে রেহাই পায়নি ফ্রান্সও। সেখানে ১ লক্ষ ৭৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে ২৬ হাজারের বেশি মানুষের। লকডাউনের জেরে কার্যত থেমে গিয়েছে ফ্রান্সের অর্থনীতি। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কট মেটাতে জিডিপির ৯.৩ শতাংশ খরচ করা হচ্ছে ফ্রান্সে।

করোনার প্রভাব পড়েছে সুইডেনের অর্থনীতিতেও। আর্থিক পরিস্থিতি সচল করতে দেশের জিডিপির ১২ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে খরচ করছে সুইডেনও। বিশ্বের এই দুর্দিনে ইটালির অর্থনীতিও সঙ্কটের মুখে পড়েছে। দেশের বাজারকে সজাগ করতে জিডিপির ৫.৭ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে ঘোষণা করেছে ইটালি।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিন। সেই চিনের অর্থনৈতিক অবস্থা এখন কেমন জানেন? কোভিড-১৯-এর জোরালো প্রভাব পড়েছে চিনের অর্থনীতিতে। আর তা সামলাতেই আর্থিক প্যাকেজ ঘোষণার পথে হাঁটতে হয়েছে বেজিংকে। জিডিপির ৩.৮ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে খরচ করছে চিন। ওই অঙ্কের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি ডলার।

করোনার গ্রাস করেছে স্পেনকেও। সেখানকার অর্থনীতিতেও কোভিড-১৯-এর যথেষ্ট প্রভাব পড়েছে। অর্থনীতি চাঙ্গা করতে সে দেশের জিডিপির ৭.৩ শতাংশ খরচ করা হচ্ছে আর্থিক প্যাকেজ হিসাবে। যার পরিমাণ প্রায় সাড়ে ১০ হাজার কোটি ডলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here