আক্রান্ত আমেরিকা-মৃত্যু মিছিল

0
977

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:ছবি-টুইটার।

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে স্টিফেন প্যাডক নামক এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত ও ২০০এর বেশি আহত হয়েছে। ৬৪ বছর বয়সী বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তালা থেকে উন্মুক্ত সংগীত উৎসবে এলোপাতাড়ি গুলি চালিয়ে মানুষকে হত্যা করে।

প্রাণের ভয়ে।(ছবি-টুইটার)

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই হামলাকারী স্থানীয় বাসিন্দা এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় শেরিফ জো লোম্বার্ডো বলেছেন, হামলাকারী একাই ছিল, তবে পুলিশ হামলাকারীর সঙ্গী মারিলো ডেনলিকে খুঁজছে।

সন্দেহভাজন বন্দুকবাজ।(ছবি-টুইটার)

শেরিফ নিহত ও আহতের প্রকৃত সংখ্যা বলতে পারেননি, তবে জানিয়েছেন নিহতদের মধ্যে অফ ডিউটিতে থাকা দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, অন্তত ১৪ জন গুরুতর আহতাবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘসময় ধরে সংগীত উৎসবে আসা ব্যক্তিদের লক্ষ্য করে অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করা হয়।

এই হোটেল থেকেই গুলি করা হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটানা অটোমেটিক রাইফেল থেকে গুলি করা হচ্ছে।( বিবিসি)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here