ট্রাম্পের ভারত সফরের পরই আমেরিকা-তালিবান চুক্তি

0
53

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন ২৪ শে ফেব্রুয়ারি। এই হাইপ্রোফাইল সফরে তিনি গুজরাটের আমেদাবাদ বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। ঘটনাচক্রে তার ৪ দিন পরেই ২৯শে ফেব্রুয়ারি তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি পাকাপাকি করবে আমেরিকা। জানা গেছে আজ শুক্রবার দিনগত মধ্যরাত থেকেই আফগানিস্তানে হিংসা হ্রাস প্রক্রিয়া শুরু হবে।

গ্ৰাফিক্স চিত্র (প্রতীকী)

মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পিও জানিয়েছেন যে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী ২৯ তারিখে তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি পাকা করবে আমেরিকা। শুরু হবে সেনা প্রত্যাহার প্রক্রিয়াও।

২০০১ সালে মার্কিন সেনাবাহিনী তৎকালীন আফগানিস্তান সরকারকে গদিচ্যুত করে নতুন সরকার গড়ে তোলে। তালিবানরা এই নতুন সরকারকে পুতুল সরকার আখ্যা দিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে রাজি হয়নি। শান্তি চুক্তির কথা স্বীকার করে নিয়ে তালিবানদের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে তারা এবার সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here