ওয়েবডেস্কঃ-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বৈঠক হতে চলেছে আগামী১২ই জুন সিঙ্গাপুরে।
তিন মার্কিন বন্দিকে মুক্তি দিয়ে ইতিমধ্যেই শান্তির বার্তা দিয়েছে উঃ কোরিয়া। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে জানান , ”১২ জুন কিম জং উনের সঙ্গে আমার দীর্ঘ প্রত্যাশিত বৈঠক হতে চলেছে সিঙ্গাপুরে। বিশ্ব শান্তির জন্য বিশেষ মুহূর্ত তৈরির চেষ্টা করছি আমরা।”
মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, ” এই বৈঠক অর্থবহ হবে এবং প্রকৃত বিশ্বে উত্তর কোরিয়াকে আনার চেষ্টা করবেন কিম।”কিম এবং তাঁর পূর্বসূরীরা যে এতকাল আন্তর্জাতিক মহলের মূল স্রোতের সঙ্গে থাকেননি, সে কাথাই এদিন বলতে চেয়েছেন ট্রাম্প বলে মনে হচ্ছে।
আশা করা যাচ্ছে, দুই দেশের পরমাণু প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584