মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। প্রতিনিয়ত বিপুল হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর তাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা বিশ্ব। ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করছে বর্তমানে পৃথিবীর একমাত্র অসুখের সঙ্গে।
করোনা মোকাবিলায় ভারত সহ বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়েছে। যার জেরে বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস, কলকারখানা। এমতাবস্থায় লকডাউনকে অমান্য করে আমেরিকার ওয়াশিংটনে পথে নামলেন প্রায় আড়াই হাজার মানুষ। লকডাউনের প্রতিবাদে চিৎকার করে ওঠেন প্রতিবাদীরা। তাঁরা বলেন, ‘লিভ ফ্রি অর ডাই’, অর্থাৎ স্বাধীনতা দাও না হলে মৃত্যু।
“You go to work. Why can’t I go to work!”
This is getting ugly. Anti-lockdown protesters berate nurses blocking them in the street in Denver.
Vis: @marczenn pic.twitter.com/xPrqo5UjFQ— Ashlee Mullany (@AshleeMullany) April 20, 2020
নিউ হ্যাম্পশায়ারে প্রতিবাদে যোগ দেন অনেকেই। যে সমস্ত এলাকায় করোনার প্রকোপ কম, সেই সব এলাকাগুলি থেকে লকডাউন তুলে নিতে হবে। এদিন এমনই দাবি নিয়ে রাস্তায় নামেন আমেরিকাবাসী। মেরিল্যান্ডে ও টেক্সাসেও দেখা যায় একই দৃশ্য। বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হন সকলে। লকডাউনে সবকিছু বন্ধ থাকায় গাড়ি নিয়ে এসে প্রতিবাদে অংশ নেন বেশ কয়েকজন। তাঁদের দাবি একটাই, লকডাউন তুলে দিত হবে।
দীর্ঘদিন লকডাউন চলায় কাজ হারিয়েছেন বহু মানুষ। এবার পেটেও টান পড়ছে তাঁদের। আর ঠিক সেই কারণেই লকডাউন তোলার দাবি করেন আমেরিকাবাসীরা। প্রথমে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। লকডাউনের সময়সীমা বাড়ানোর কারণে এখন শুধুমাত্র গরিবরা নয় খাদ্যসংকটে রয়েছেন আমেরিকার সকল মানুষ।
ক্যালিফোর্নিয়ার ছবিটাও একইরকম। সান অ্যান্টনিও, টেক্সাসের মতো জায়গাতে কোনও কোনও ফুড ব্যাঙ্কে দশ হাজার গাড়ির লাইনও দেখা গিয়েছে। অনেকেই পরিবারকে নিয়ে রাত থেকে এসে লাইনে দাঁড়াচ্ছেন। এই সংকটজনক পরিস্থিতিতে পরিস্থিতিতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই লকডাউন তুলে দেওয়ার পক্ষে। কিন্তু লকডাউন হঠাৎ করে উঠে গেলে করোনা পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাবে৷ শুধু তাই নয়, এই জমায়েতও বিপদ বাড়াতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যকর্মীদের। এইরকম একটা কঠিন সময়ে ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আমেরিকার ভবিষ্যৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584