ভারত-চিন সংঘর্ষে ‘শহীদ’ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার

0
49

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

১৬ জুন, ২০২০, ভারতের একটা কালো দিন। করোনা সঙ্কটে জেরবার গোটা দেশ। এরই মধ্যে পূর্ব লাদাখের গালিয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান।

organization | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের মধ্যে বাংলার ছেলে ছিলেন দু’জন। ২৪ জুন, বুধবার ভারত-চিন সীমান্তে দেশ রক্ষার্থে শহীদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বীর জওয়ানদের শ্রদ্ধা জানাল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সু-সম্পর্ক’।

এদিন ঠাকুরপুকুর এলাকায় শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করেন সু-সম্পর্কের কর্ণধার অরবিন্দ সিংহ এবং সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবকেরা।

prayer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

এদিন শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে সু-সম্পর্কের সঙ্গে ছিল দুঃস্থ শিশু ও তাদের পরিবার। শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর করোনা এবং আমপানে ক্ষতিগ্রস্ত অসহায় ৫২ টি দুঃস্থ শিশুর হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, সয়াবিন, মুড়ি, এবং হরলিক্স।

বর্তমান পরিস্থিতিতে আগামী দিনেও অসহায় পরিবার এবং শিশুদের জন্য সুসম্পর্ক ত্রাণ কার্য চালিয়ে যাবে বলে সংগঠনের সদস্যরা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here