প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হলেন শিক্ষা মন্ত্রকের সদ্য প্রাক্তন সচিব অমিত খারে

0
53

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আগামী দু বছরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা পদে নিযুক্ত হলেন তথ্য ও সম্প্রচার এবং শিক্ষা মন্ত্রকের প্রাক্তন সচিব অমিত খারে। মঙ্গলবার তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি। মন্ত্রী পরিষদের প্রাক্তন সচিব পিকে সিনহা এবং প্রাক্তন সচিব অমরজিৎ সিং এ বছরই প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

Amit Khare
অমিত খারে, ছবিঃ এএনআই

উল্লেখ্য, বিহারের পশু কেলেঙ্কারি প্রকাশ্যে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৯৮৫ ব্যাচের এই আমলার। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন অমিত খারে।

আরও পড়ুনঃ বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘গতিশক্তি মাস্টার প্ল্যান’, আমূল বদল আসবে সরকারি দপ্তরের কাজে, দাবি কেন্দ্রের

২০২০-র জাতীয় শিক্ষা নীতির ক্ষেত্রে, ডিজিটাল মিডিয়ার নিয়মে আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে অমিত খারের অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল। যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার নিদর্শন কর্ম জীবনে একাধিক বার রেখেছেন তিনি। এছাড়া স্বচ্ছ ভাবমূর্তির জন্য আমলা মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here