নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘সারেগামাপা’র মঞ্চে চলতি সপ্তাহে আগমন ঘটতে চলেছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমিত কুমার এবং উদিত নারায়ণের৷ তাঁদের সামনে এবার প্রতিযোগীদের প্রতিভা জাহির করার পালা। গান গাইবেন ওই দুই কিংবদন্তিও।
অমিত কুমার শুধু নিজের গাওয়া গানই নয়, গাইবেন বাবা কিশোর কুমারের গাওয়া কিছু হিট গানও। যে গান শুনলে আজও মনে দোলা লাগে সঙ্গীতপ্রেমী মানুষের।
এখানেই শেষ নয়, কিশোর কুমার এবং রাহুল দেব বর্মণের রিয়েল লাইফ কেমেস্ট্রি নিয়েও বলবেন নানা গল্প৷ উদিত নারায়ণও গাইবেন নিজের কিছু জনপ্রিয় গান।
আরও পড়ুনঃ ‘রাসবিহারী শৈলুষিক’-এর আয়োজনে দু’দিন ব্যাপী নাট্যোৎসব
১৬ জানুয়ারি আসবেন উদিত নারায়ণ এবং ১৭ জানুয়ারি আসবেন অমিত কুমার। এই দুজনের সঙ্গে এই প্রথম টিভির পর্দায় মঞ্চ ভাগ করে নেবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা ‘সারেগামাপা’র বিচারক মিকা সিং। ১৬ এবং ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় দেখতে ভুলবেন না ‘সারেগামাপা’, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584