নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গুনী শিল্পী খুঁজে নেওয়ার সেরা মঞ্চ ‘ইন্ডিয়ান আইডল’। বেশ সাবেকি ট্যালেন্ট হান্টের এই মঞ্চটি। ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর কিশোর কুমার স্পেশাল এপিসোডে কিংবদন্তীর গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রতিযোগীরা। তবে, তা নিয়ে জোর চর্চা অব্যাহত নেটদুনিয়ায়। কারোরই তেমন মনে ধরেনি সেই সব পারফরম্যান্স।
শো’তে কিংবদন্তি কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছিলেন দুই বিচারক নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়া। যে গান মন ভরায়নি সচেতন দর্শকের। শো’য়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে শুধু সাধারণ দর্শকই নন। ‘ইন্ডিয়ান আইডল’ শো’য়ের চলতি মরশুমের বিশেষ সেই এপিসোডের নিন্দায় সরব হয়েছেন কিশোরপুত্র অমিত কুমার স্বয়ং।
বলা বাহুল্য, রিয়ালিটি শো’য়ের বিশেষ এই এপিসোডের অতিথি ছিলেন অমিত কুমার। এপিসোডটি সম্প্রচারিত হওয়ার পরই তার নিন্দায় সরব হন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অমিত কুমার জানান, তিনি টাকা পেয়েছিলেন বলেই শো’তে অতিথি হয়ে হাজির ছিলেন।
আরও পড়ুনঃ ‘কিশলয়’ ছবিতে সোনু নিগমের সঙ্গে গলা মেলালেন বাংলার ইন্দ্রাণী
সেখানে নাকি তাঁকে প্রত্যেকের প্রশংসা করতে বলা হয়।আর ঠিক সেই কারণেই তিনি সকলের প্রশংসা করেন মঞ্চে বসে। কিন্তু প্রতিযোগীদের বেসুরো গান অমিত কুমারের নাকি একেবারেই পছন্দ হয়নি। কানে বিঁধছিল বেসুরো গান। অপেক্ষা করছিলেন কখন শুটিং শেষ হবে আর তিনি বেরিয়ে আসবেন। তবে যেহেতু টাকা নিয়েছিলেন তাই দায়বদ্ধতা থেকেই যায়।
অমিত কুমারের মতে, তাঁর বাবা কিশোর কুমারের মতো কিংবদন্তীর গান গাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে আজকের প্রজন্মের এই গায়কদের পক্ষে তো নয়ই। এই প্রজন্ম কেবল ‘রূপ তেরা মস্তানা’র খোঁজ রাখেন। শোয়ের প্রতিযোগী এবং বিচারকদের প্রতি তাঁর যথেষ্ট সম্মান রেখেই তিনি বলেন, সব গান কিংবা সব সিনেমা ভাল নাও হতে পারে। সন কাজই ভাল হবে এমনটা নয়।
আরও পড়ুনঃ ফ্রান্স থেকে অক্সিজেন আনাচ্ছেন সোনু সুদ
যেমন ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডটি নিয়ে তিনি বেশ বিরক্ত। তবুও পেশাদারিত্বের খাতিরে তাঁকে যা বলতে বলা হয়েছিল, তিনি সেটাই বলেছেন ক্যামেরার সামনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584