বাংলা দখলে শাহর সেনাপতি এবার অমিত

0
132

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। তাই শেষপর্যন্ত অমিত শাহের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত অমিত মালব্যকে বাংলা দখলের সৈনিক করে পাঠিয়ে দেওয়া হল।বিজেপির আইটি সেলের প্রধান এই অমিত মালব্যকে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল।

amit malviya | newsfront.co
অমিত মালব্য। ফাইল চিত্র

অমিত মালব্য বর্তমানে সমগ্র বিজেপির আইটি সেলের দায়িত্বে রয়েছেন।শুক্রবার রাতে দলীয় স্তরে ওই নির্দেশ এসে পৌঁছেছে। ওই নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। অমিতের নিয়োগের অর্থ, বাংলা দখলের লড়াইয়ে সোশ্যাল মিডিয়া এবং সামগ্রিক ভাবে সংবাদমাধ্যমে আরও আক্রমণাত্মক এবং আগ্রাসী ভঙ্গিতে নামবে বিজেপি। কারণ, মালব্য-অমিতের দায়িত্ব সেটাই। বস্তুত, সারা ভারতেই তার দায়িত্ব বিজেপি-র আইটি সেলকে চূড়ান্ত ‘সক্রিয়’ করে তোলা।

বঙ্গ বিজেপি-র এক প্রথমসারির নেতার কথায়, ‘‘অমিতের অধীনে গোটা দেশের সমস্ত রাজ্যেই আমাদের আইটি সেল সমীহ-জাগানো শক্তি হয়ে উঠেছে।’’ বিহারে সাফল্য এবং মধ্যপ্রদেশ-সহ বাকি রাজ্যের উপনির্বাচনে ভাল ফল করার পর বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্য এখন বাংলা জেতা। আরও স্পষ্ট দলের নির্দেশ বলছে, বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন অমিত এবং অরবিন্দ মেনন।

আরও পড়ুনঃ আলু-পিঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব অধীর চৌধুরী

অমিত মালব্য এমনিতে সারা দেশেই বিজেপি-র আইটি সেল নিয়ন্ত্রণ করেন। কিন্তু এখন তাকে তার পাশাপাশিই বাংলাতেও অতিরিক্ত এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দলীয় পর্যবেক্ষণ অনুযায়ী বিধানসভা ভোট পর্যন্ত বেশিরভাগ সময় বাংলাতেই দিতে হবে।দায়িত্ব পাওয়ার পর অমিত টুইট করেছেন, বিজেপি-র জন্য বাংলা এখন খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি গুরুত্বপূর্ণ রাজ্যে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।

বিজেপি-তে যোগ দেওয়ার আগে অমিত ছিলেন পেশাদার ব্যাঙ্কার। থাকেন, উত্তরপ্রদেশে। দুহাজার চোদ্দ সালের লোকসভা ভোটের আগে তিনি ব্যাঙ্কের চাকরি ছেড়ে পুরোপুরি বিজেপি-তে যোগ দেন। প্রথমে তার কাজ ছিল মূলত সোশ্যাল মিডিয়ায় দলকে আরও ‘সক্রিয়’ করা। দলের একাংশের বক্তব্য, সেই কাজ তিনি এতটাই সফল ভাবে করেছিলেন যে, কালক্রমে তাকেই দলের আইটি সেলের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। তবে, এই প্রথম তাকে একটি রাজ্যের সহ-পর্যবেক্ষক নিযুক্ত করা হল।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালের সাধারণ শয্যাকে আইসিইউ বেডে রূপান্তরিত করার আর্জি স্বাস্থ্য কমিশনের

যা থেকে আরও একটি বার্তা দলীয় নেতৃত্ব দিতে চাইছেন বলেই বিজেপি নেতাদের একাংশ মনে করছেন। সেই বার্তাটি হল, দলের নেপথ্যে কাজ করলেও কাউকে যোগ্যতা বুঝে প্রথম, সারিতে নিয়ে আসার বিষয়ে বিজেপি-র কোনও ছুতমার্গ নেই। সাধারণ ভাবে এর আগে দলের অন্দরে ধারণা ছিল, যারা নেপথ্যচারী হয়ে কাজ করেন, তাদের কখনও মূলধারার রাজনীতিতে নিয়ে আসা হয় না।

এক প্রথমসারির নেতার কথায়, ‘‘অমিত মালব্যকে বাংলার সহ-পর্যবেক্ষকের দায়িত্বে এনে দলের অন্দরেও এই বার্তা দেওয়া হল যে, নেপথ্যনায়কদের মূলস্রোতের প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসার বিষয়ে কোনও বাধা নেই। যোগ্যতা থাকলে যে কেউ মূলধারার রাজনীতিতে আসতে পারবেন।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here