বাংলায় শপথবাক্য পাঠ,দেবশ্রীকে ফোন অমিতের

0
85

পিয়া গুপ্তা,নিউজফ্রন্টঃ

amit phone to debroshi
দেবশ্রী চৌধুরী।ফাইল চিত্র

বাংলায় শপথ বাক্য পাঠ করবেন দেবশ্রী! মন্ত্রিত্ব নিয়ে অমিতের ফোন বাঙালী সাংসদকে।
ঘটনা ঘিরে নিঃসন্দেহে আপ্লুত দেবশ্রী চৌধুরী।

রায়গঞ্জের এই সাংসদকে এদিন বাংলাতে শপথ পাঠ করতে নির্দেশ দেন স্বয়ং বিজেপির সভাপতি অমিত শাহ।আর এরপরই দেবশ্রীর প্রতিক্রিয়া,’খুব ভালো লাগছে।’ দিল্লিতে এই মুহূর্তে তিনি অপেক্ষায় রয়েছেন বিকেল গড়িয়ে সন্ধে নামার জন্য। আর তারপরই সন্ধে ৭ টা থেকে শুরু হবে মোদী মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান।দেবশ্রী চৌধুরীর দাবি,বাংলার জন্য বিজেপির অমিত শাহ ও মোদীর মতো প্রথম সারির নেতৃত্বরা আলাদা করে ভাবছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ দেবশ্রীকে কেন্দ্রীয় মন্ত্রীসভার জন্য সুপারিশ জেলা বিজেপির

সূত্রের দবি, বাংলা থেকে বাবুল সুপ্রিয়ও পেতে চলেছেন মন্ত্রিত্ব।প্রসঙ্গত ,রায়গঞ্জের মাটিতে প্রচারে এসেই অমিত শাহ বলেছিলেন, ‘আপনারা দেবশ্রীকে জিতিয়ে দিন,মন্ত্রী বানিয়ে দেব।’ ৩০ মে অমিত শাহের কাছ থেকে ফোন আসতেই সেই প্রতিশ্রুতি পূর্ণ হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here