মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারের রাসমেলার মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের কটাক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন শাহ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জানিয়ে দেন, “এই পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়। পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে এই পরিবর্তন যাত্রা।”
এদিন তিনি ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়েও মমতাকে কটাক্ষ করেন। মুখে হাসি রেখেই তোপ দাগেন , “এখন যে স্লোগানে ওঁর আপত্তি, নির্বাচন শেষ হতে হতে মমতা দিদিও জয় শ্রী রাম বলবেন।”কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরুর আগে রাজবংশীদের মন পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এরপরই রাজবংশীদের বীরত্বের প্রশংসা করে শাহ বলেন, “নারায়ণী সেনার নাম শুনে মুঘলরাও চোখে সরষে ফুল দেখতো। এই ভূমিই মুঘলদের বিজয়রথ রুখেছিল। সেই মাটি আজ অনুপ্রবেশকারীতে ভরে উঠছে। নারায়ণী সেনার বীরত্ব মনে রাখতে আধাসামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের নাম রাজবংশী বীর চিলা রায়ের নামে রাখা হয়েছে”।
আরও পড়ুনঃ পরিবর্তন যাত্রায় যোগ দিতে বাগডোগরায় দিলীপ ঘোষ
অমিত শাহ এদিন আরও বলেন, “এই রাজ্যে কংগ্রেস-সিপিএম-তৃণমূল ক্ষমতায় এসেছে। কিন্তু কেউ রাজবংশীদের জন্য কিছু করেনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র, ২৫০ কোটি টাকায় পঞ্চানন বর্মার নামে স্মারক করা হবে। পঞ্চানন বর্মার জন্মস্থান থেকে মদনমোহন মন্দির পর্যন্ত পুরো এলাকা জুড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ভারতের জাতীয় পর্যটন মানচিত্রে এই জায়গার নাম তোলা থাকবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584