সোনার বাংলার স্বপ্ন প্রচার শাহের

0
88

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ গতকাল রাতেই কলকাতা এসে পৌঁছান। আজ বাঁকুড়ায় দলীয় বৈঠকে যোগ দিয়েছেন তিনি সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি বলেন, মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে।

amit shah | newsfront.co
নিজস্ব চিত্র

মমতা দিদির সরকার আদিবাসীদের দমিয়ে রাখছে। আদিবাসী তথা পিছিয়ে পড়া দরিদ্রদের অবস্থা করুণ। বাংলার মানুষের কাছে আবেদন করছি, সুরক্ষা নিশ্চিত করতে ও বেকারদের কাজ দিতে এই সরকারকে ফেলে দিন । এরপর আমরা সোনার বাংলা গড়ব, বিজেপিকে একবার সুযোগ দিন।‘

people | newsfront.co
নিজস্ব চিত্র

অমিত শাহের সঙ্গে দেখা করলেন জেল হেপাজতে মৃত পটাশপুরের বিজেপির নেতা মদন গড়াইয়ের পরিবারের সদস্যরা। গতকাল কলকাতা বিমানবন্দরেই ওই পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অনান্য নেতারা।

আরও পড়ুনঃ তমলুকে জেলা কমিটি গঠনে শুভেন্দু প্রসঙ্গে জল ঢাললেন শিশির

সেপ্টেম্বরে নাবালিকাকে অপহরণ সংক্রান্ত এক মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল মদন গড়াইকে। জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে ১৫ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। বিজেপির তরফে জানানো হয়েছে, মদন গড়াইয়ের পরিবারের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা । এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে মদন গড়াইয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে।

মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করার পর টুইটারে অমিত শাহ লেখেন, “কলকাতায় শহিদ বুথ-সহ সভাপতি মদন গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা হয়েছে। আমি তাঁর পরিবারের সদস্যদের প্রণাম জানাই। পশ্চিমবঙ্গে নৃশংসতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে কার্যকর্তা প্রাণ দিয়েছেন তাঁর প্রতি সবসময় ঋণী ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here