লকডাউনের ভবিষ্যৎ? প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী

0
53

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন সমস্ত রাজ্যের মুখমন্ত্রীরা। মুখ্যমন্ত্রীদের সেই মতামত শোনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শুক্রবার দুপুরেই শুরু হবে এই আলোচনা পর্ব। উল্লেখ্য, চতুর্থদফা লকডাউন শেষের আগে বেশিরভাগ রাজ্যই স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে, লকডাউনের কারণে অর্থনীতি একেবারে দূর্বল হয়ে পড়েছে।

Amit Shah And Narendra Modi | newsfront.co
গ্রাফিক্স চিত্র

তাই অর্থনীতিকে আবার সচল করতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে সব দোকানপাট চালু করে দেওয়া হোক। তবে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেই জায়গাগুলিকে লকডাউনের আওতায় রাখা হোক। রাজ্যগুলির কাছ থেকে এহেন অভিমত পাওয়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তরে এক বৈঠকে লকডাউনের কী কী সুফল পাওয়া গেছে এই আড়াইমাসে এবং কতটা করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ নেতিবাচক মানসিকতাই পরিযায়ী শ্রমিকদের সংকটের জন্য দায়ী, জানাল কেন্দ্র

আগামী ১ জুন থেকে জীবনযাপনের রূপরেখা কী হবে? লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। লকডাউন নিয়ে রাজ্যগুলির অভিমত জানতে রাতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে আলোচনা সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here