ফাঁকা চেয়ার! কপ্টার বিভ্রাটের কারণে ঝাড়গ্রামে ভার্চুয়ালি সভা অমিত শাহ’র

0
98

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

সোমবার ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে শাহর সভা হবে বলে আগে থেকেই ঠিক ছিল। তার জন্য রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যান খড়্গপুরে।

Virtual Meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

শাহর সভা হবে তাই মত সাজো সাজো রব তুলেছিল বিজেপি। কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই উৎসাহ পরিণত হয় হতাশায়।

Meeting place | newsfront.co
ফাঁকা চেয়ার। নিজস্ব চিত্র

সভা শুরুর নির্ধারিত সময় পর্যন্ত চেষ্টা হয় লোক আনার, অন্তত চেয়ারগুলো যাতে ভরে ওঠে সেই চেষ্টাও করে বিজেপি। কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও সভাস্থল ভরেনি। সাথে সাথেই বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শাহর কপ্টারে যান্ত্রিক ত্রুটি হয়েছে তাই যেতে পারছেন না তিনি। বক্তব্য রাখবেন ভার্চুয়ালি।

Amit Shah's meeting place | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, ‘হেলিকপ্টার বিভ্রাটের কারণে ঝাড়গ্রাম যেতে পারলাম না।’ তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় বানাবেন। তিনি জানান, আদিবাসীদের উন্নয়নে ১০০ কোটির তহবিল গড়বে বিজেপি সরকার। তৈরি হবে রেসিডেনশিয়াল হোস্টেল।

আরও পড়ুনঃ দিদির ওপর রাগ করে দল ছাড়লেন দেবশ্রী রায়

BJP meeting | newsfront.co
নিজস্ব চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে শাহ বলেন, তৃণমূলের আমলে বাংলা পাতালে পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, ‘বাংলা এক সময় দেশের উন্নয়নে পথ দেখাত, কিন্তু গত ১০ বছরে তৃণমূল বাংলাকে পাতালে পৌঁছে দিয়েছে।’

আরও পড়ুনঃ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সাতগাছিয়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বিজেপির অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে সভায় লোক আসতে দেয়নি, নাহলে ভরে যেত সভাস্থল। যদিও জামদা সার্কাস ময়দান বড় হলেও সভার জন্য মাঠটি ছোট করে ঘেরা হয়েছিল। কিন্তু বেলা বাড়লেও লোকজন সভাস্থলে এসে জড়ো না হওয়ায়, টনক নড়ে বিজেপির। তাঁরা অভিযোগ করে, সভাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অতটা রাস্তা হেঁটে আসতে সমস্যায় পড়ছেন অনেকে, তাই আসতে পারেননি সভাস্থলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here