আমিত শাহ নিজেই অনুপ্রবেশকারীঃব্রাত্য

0
98

পিয়ালী দাস, বীরভূমঃ

অমিত শাহের এন আর সি প্রসঙ্গে জবাব দিলেন প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু,তিনি জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশে এন আর সি হচ্ছে তাহলে বেছে বেছে যে সমস্ত রাজ্যে বাঙালি আছে সেই সমস্ত রাজ্যেই কেন।গুজরাটে কেন নয়?আগে গুজরাটে করা হোক পরে পশ্চিমবঙ্গে করবে।গঙ্গার এপাশে ঢুকতে পারছে না বলেই কি এন আর সি করাতে চাইছে অমিত শাহ।

নিজস্ব চিত্র

বাঙালিদের ওপর এত বিদ্বেষ কেন বিজেপি সরকারের?কলকাতায় এসে তো একবারও বাংলা ভাষায় কথা বললেন না, তাহলে বাঙালি দরদী কি করে হলেন তাঁরা।শুধু গুজরাট নয়  কাশ্মীর সহ বিভিন্ন বর্ডার এরিয়া রয়েছে কেন সেগুলোতে এন আর সি হচ্ছে না ? প্রশ্ন মন্ত্রী ব্রাত্য বসুর।

সুর চড়িয়ে তিনি আরো বলেন অমিত শাহ নিজেই একজন অনুপ্রবেশকারী,ও আবার কোন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করবে। এনআরসি করলে দেশ ছেড়ে ওকে আগে বেরোতে হবে।সিউড়িতে রমারঞ্জন স্মারক বক্তৃতায় অংশ নেবার পর   সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তরে এই কথা বললেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার সন্ধ্যায় আচার্য রঞ্জন মুখোপাধ্যায় স্মরণ সংস্থার আয়োজনে ও সিউড়ির সবুজের অভিযান এর সহযোগিতায় আচার্য রঞ্জন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতায় অংশ নেন  তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত‍্য বসু। বাংলা নাটকের গতি প্রকৃতির ওপর আলোচনা করেন তিনি ।রমারঞ্জন মুখোপাধ্যায় এর পরিবারের শুভজিৎ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে এবারের স্মারক বক্তৃতায় উপস্থিত হন তিনি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here