ডেঙ্গিতে মৃত্যু মুর্শিদাবাদ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে

0
562

ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ, ৪ নভেম্বরঃ-

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ওয়াসিকুল শেখ (১৭)। সুতি থানার মধুপুর গ্রামে তার বাড়ি। সে পেশায় লরি চালক। মৃতদেহটি এদিন ওই হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করিয়ে পরিবারের লোকেদের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিবারে লোকেদের অভিযোগ, রক্ততে ডেঙ্গিতে ধরা পড়লেও গুরত্ব দিয়ে চিকিৎসা করেনি চিকিৎসকেরা। ভালো চিকিৎসা পরিষেবা পেলে মৃত্যু হতনা ওয়াসিকুলের।
যদিও চিকিৎসায় গাফিলতির কথা মানতে রাজি নন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও সেখানের কর্তব্যরত চিকিৎসকদের দাবি, মেডিকেলে রেফারের আগেই তার ‘অর্গান ফেলিওর’ হতে শুরু করেছিল।

ছবি-সংগৃহিত

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির পর থেকেই তার দ্রুত প্লেটলেট নামতে শুরু করে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওয়াসিকুল শেখ। গত সোমবার সকালে পরিবারের লোকেরা তাকে গায়ে প্রচন্ড জ্বর নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।সেখানেই তার রক্তে ডেঙ্গি ধরা পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে তার শারিরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সেখানের চিকিৎসকেরা তাকে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখনেই মৃত্যু হয় ওয়াসিকুলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here