নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমের প্রচারসূচী কাটছাঁট করে ছত্তিশগড়ের মাওবাদী হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে দিল্লিতে ফিরে আসেন অমিত শাহ। বিজাপুরে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২২ জওয়ানের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাওবাদীদের সঙ্গে লড়াই চলবে এবং এই লড়াই চূড়ান্ত পরিণতি পাবে।
ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মৃত ২২ জন জওয়ানকে জগদলপুরেই শেষ শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিজাপুরে গিয়ে নিরাপত্তা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর যাবেন বাসাগুড়ায় সিআরপিএফ ক্যাম্পে। রায়পুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত জওয়ানদের সঙ্গে দেখা করে আজই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
#WATCH: Union Home Minister Amit Shah and Chhattisgarh Chief Minister Bhupesh Baghel lay wreath at the coffins of 14 security personnel who lost their lives in the Naxal attack, in Jagdalpu pic.twitter.com/fyHZSE6mjG
— ANI (@ANI) April 5, 2021
এই ঘটনা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, মাওবাদীদের বিরুদ্ধে সমস্ত শক্তি, উদ্যম ও তীব্রতা দিয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে এবং তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সুকমা-বিজাপুরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদী। দুই পক্ষের গুলির লড়াই-এ প্রাণ যায় ২২ জওয়ানের । আহত হয়েছেন ৩১ জন।বিজাপুরে জওয়ানদের উপর যেভাবে হামলা চালিয়েছে মাওবাদীরা, তাতে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুনঃ তৃতীয় দফায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ৬১৮ কোম্পানি বাহিনী থাকছে রাজ্যে
সেই দাবি উড়িয়ে দেন সিআরপিএফ প্রধান। তাঁর দাবি, জওয়ানদের পালটা গুলিতে প্রায় ২৫-৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কুলদীপ সিং বলেন, “অভিযানে নিহত মাওবাদীদের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। তবে তা ২৫-৩০ জন হবেই। তিনটি ট্রাকে করে দেহ নিয়ে আসা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584