জেএনইউ-জামিয়াতে দেশ বিরোধী স্লোগান বন্ধে সংরক্ষণ দাওয়াই কেন্দ্রীয় মন্ত্রীর

0
40

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

দেশদ্রোহী স্লোগান বন্ধ করতে দাওয়াই বাতলালেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বাল্যান। জেএনইউ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের দেশ বিরোধী স্লোগান বন্ধ করতে পশ্চিম উত্তরপ্রদেশের পড়ুয়াদের জন্য দশ শতাংশ সংরক্ষণের দাবি জানালেন মন্ত্রী।

সঞ্জীব বাল্যান। চিত্র সৌজন্যঃ এএনআই

বৃহস্পতিবার মীরাটে সিএএ-র সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, এই আইন পাশ হওয়ার পরে মুজাফফরনগর, মীরাট, বিজনৌর-সহ পশ্চিম উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছিল। তাঁর প্রশ্ন, ‘এই সব লোক কোথা থেকে আসে? তারা কেন রাস্তায় বেরিয়ে পড়ে? এই আইন তো নাগরিকত্ব দেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য নয়।‘

সঞ্জীবের দাবি, জেএনইউ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক বেশি সংখ্যক পড়ুয়া রয়েছে মীরাট কলেজে যারা সিএএ-র সমর্থক। এরপর বাল্যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশ্য করে বলেন,’ রাজনাথজিকে অনুরোধ করবো, জেএনইউ জামিয়াতে যারা যারা দেশদ্রোহী স্লোগান দিচ্ছে তাদের একটাই দাওয়াই পশ্চিম উত্তরপ্রদেশের জন্য ওখান ১০% সংরক্ষণ চালু করে দিন। তাতেই সবার চিকিৎসা হয়ে যাবে, আর কারও দরকার পড়বে না।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here