রাজ্যসভায় দাঁড়িয়ে AIMIM নেতা ওয়াইসিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা নিতে অনুরোধ অমিত শাহ-র

0
52

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তরপ্রদেশের মিরাট থেকে নির্বাচনী কর্মসূচী সেরে ফেরার পথে দিল্লির কাছাকাছি টোল প্লাজার কাছে AIMIM সাংসদ আসাদ-উদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে আহত হননি তিনি। কিন্তু একাধিক গুলি লাগে তাঁর গাড়িতে।

Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ঐ ঘটনার পর তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলে কেন্দ্র কিন্তু তা গ্রহণ করতে চাননি ওয়াইসি। সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে ওয়াইসিকে বুলেট প্রুফ গাড়ি সহ সেই নিরাপত্তা গ্রহণ করার অনুরোধ জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি এ দিন বলেন, ‘সংসদের মাধ্যমে আমি অনুরোধ করছি, আপনি নিরাপত্তা গ্রহণ করুন ও আমাদের চিন্তামুক্ত করুন।’

যদিও এই ঘটনায় বিজেপির দিকেই আঙ্গুল তুলেছেন ওয়াইসি। এই প্রসঙ্গে এদিন রাজ্যসভায় বিবৃতিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ওয়াইসির ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াইসি যে সেদিন ঐ রাস্তা দিয়ে ফিরবেন সে খবর ছিল না জেলা প্রশাসনের কাছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুনঃ “কংগ্রেস এখন টুকড়ে টুকড়ে গ্যাং-এর লিডার”, সংসদে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াইসিকে বুলেট প্রুফ গাড়ি সহ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে চেয়েছিল কেন্দ্র কিন্তু এখনও পর্যন্ত সেই নিরাপত্তা গ্রহণ করেননি হায়দ্রাবাদের সাংসদ। তিনি যাতে দ্রুত কেন্দ্রের নিরাপত্তা গ্রহণ করেন এদিন ফের সেই অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here