উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে এসে ছোটদের গান শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অজয় চক্রবর্তীর বাড়িতে বিজেপির এই শীর্ষ নেতার আগমন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এবিষয়ে অজয় চক্রবর্তী বলেন,’ এত বড় মাপের মানুষকে আমন্ত্রণ করার সাহস আমার নেই। আমার বাড়িতে এত জায়গা কম, যে আমার বাড়িতে সব লোককে স্থান দিতে না পারায় আমি লজ্জিত। অমিত শাহ নিজে থেকেই তাঁর বাড়িতে এসেছেন, সেকারণে তিনি গর্বিত।”
আরও পড়ুনঃ রাজ্যে তাপমাত্রা আরও কমবে
এদিন অমিত শাহের সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, অর্জুন সিং-সহ আরও অনেকে।
শাহ আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চক্রবর্তী পরিবারের সকলেই।
আরও পড়ুনঃ শোভন-বৈশাখীর সাথে অমিতের বৈঠক ঘিরে গুঞ্জন
পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি ধারণা করিনি এত বড় নেতা আমার বাড়িতে আসবেন। তাঁর কথায়, “আমার কোনো দল নেই। আমার পার্টির নাম মিউজিক পার্টি। আমার বিজেপি, টিএমসি সিপিএম কেউ নেই। আমার বাড়িতে বাচ্চাদের ( আমার ছাত্র-ছাত্রীদের) গাওয়া গান শোনেন অমিত শাহ।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এতে আমার খুবই আনন্দ হচ্ছে। আমি রাজনীতি বুঝি না। যা কিছু আমি কাজ করি, তা সবই গান সংক্রান্ত।“
অজয় চক্রবর্তীর স্ত্রী চন্দনা চক্রবর্তী বলেন,’ এমন মাটির মানুষ দেখিনি, অর্ধেক চপ আর মুরুক্কু খেয়েছেন।’
তিনি আরও জানান, “রশিদের বাড়িতে গেলেও খুশি হতাম। দেশের এত বড় মাপের নেতা আমার বাড়িতে আসায় আমি অভিভূত হয়ে পড়েছি।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584