শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজ্য সরকারকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, এমন অভিযোগ বারবারই করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই জানা গিয়েছে, শনিবার কলকাতা ছেড়ে জেলায় যাওয়ার আগে এনআইএ -র সঙ্গে বিশেষ বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিক সময়ে গরু পাচার থেকে কয়লা পাচারের মতো একাধিক ঘটনা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তাঁর সফর শুরু করছেন এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি) আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকের পর। সকাল পৌনে ১০টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত হবেন তিনি। বেশকিছু প্রয়োজনীয় নির্দেশ তিনি দিতে পারেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পিএম কেয়ার্স ফান্ডে ২০০ কোটির বেশি দান ভারতীয় সেনাবাহিনীর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শুক্রবার রাত ১১.২০ মিনিট নাগাদ বিএসএফের বিশেষ বিমানে কলকাতায় নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে থাকবেন নিউটাউন-রাজারহাটের একটি হোটেলে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ এনআইএ-এর এসপি এবং অধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584