পিএম কেয়ার্স ফান্ডে ২০০ কোটির বেশি দান ভারতীয় সেনাবাহিনীর

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

pm fund | newsfront.co

পিএম কেয়ার্স ফান্ডে শুধুমাত্র পাবলিক সেক্টর ব্যাঙ্ক নয়, দেশের তিন সশস্ত্র সেনাবাহিনী- ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনা কর্মীদের একদিনের বেতন জমা করেছে যার মূল্য, প্রায় ২০৩.৬৭ কোটি টাকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে আরটিআই (RTI) আইন অনুসারে তিন সেনাবাহিনীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়।

ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনীর এ বিষয়ে তথ্য দিলেও ভারতীয় সেনার তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। এরপর ভারতীয় সেনা তাদের টুইটার হ্যান্ডেলে ১৫ মে একটি টুইট করে তাঁদের আর্থিক অবদানের কথা জানায়। ২৫ নভেম্বর বায়ুসেনার তরফে বলা হয়েছে যে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে পিএম কেয়ার্স ফান্ডে মোট ২৯.১৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এপ্রিলে ২৫.০৩ কোটি, মে-তে ৭৫.২৪ লক্ষ, জুনে ১.০৮ কোটি, জুলাইতে ৭৩.৯৩ লক্ষ, অগাস্টে ৬১.১৮ লক্ষ, সেপ্টেম্বরে ৫০.২৭ লক্ষ এবং অক্টোবরে ৪৬.৭০ লক্ষ।

আরও পড়ুনঃ গ্লোবাল মিডিয়া-ফিল্ম সামিটের ঘোষণা জাভড়েকরের

ভারতীয় নৌসেনার পক্ষ থেকে ৯ ডিসেম্বর জানানো হয় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট ১২.৪১ কোটি টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ফান্ডে। তবে ভারতীয় সেনার তরফে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আরটিআই-এর উত্তরে আর কিছু জানানো হয়নি। মে মাসের ১৫ তারিখ একটি টুইট করে ভারতীয় সেনাবাহিনী, যেখানে বলা হয়েছিল যে কোভিড অতিমারীর লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে ১৫৭.৭১ কোটি টাকা দেওয়া হয়েছে।

এছাড়া, মার্চের ২৯ তারিখ প্রতিরক্ষা মন্ত্রক একটি প্রেস বিবৃতিতে জানায় যে, সেনাদের একদিনের বেতন পিএম কেয়ার্স ফান্ডে জমা দেওয়ার আবেদনে অনুমোদন দেন প্রতিরপক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর আগে করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর সিটিজেন অ্যাসিস্টেন্স এবং পিএম কেয়ার্স ফান্ডে ২ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয় সিএসআর ফান্ড থেকে। এছাড়া, কর্মীদের বেতন থেকে আরও ১৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দিয়েছে ১০০টিরও বেশি পাবলিক সেক্টর ইউনিট।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ ঘিরে আয়োজনের আতিশয্য বালিজুড়িতে

করোনা ভাইরাস অতিমারীর মোকাবিলায় ২০২০ সালের মার্চ মাসে মোদী সরকার গঠিত, পিএম কেয়ার্স ফান্ডে ৩১ মার্চ অবধি ৩ হাজার ৭৬ কোটি টাকা অনুদান জমা পড়েছে, এমনটাই জানা যাচ্ছে ওয়েবসাইটের অডিট রিপোর্ট থেকে। ফান্ড গঠন হওয়ার প্রথম পাঁচদিনেই এই পরিমাণ অনুদান পেয়েছে পিএম কেয়ার্স ফান্ড। সব মিলিয়ে, ৩০৭ কোটি ৬৬ লক্ষ ২৫৮ হাজার ৯৬ টাকা এই ফান্ডে জমা পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here