মতুয়া মানভঞ্জনে জানুয়ারিতে অমিতের সভা বনগাঁয়

0
65

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সিএএ ইস্যুতে মতুয়া ভোটে ভাঙন ধরবে না তো? পরিস্থিতি কিন্তু বিজেপির পক্ষে খুব একটা সুবিধেজনক ছিল না। কিছুদিন ধরেই নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

Amit Shah | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এরমধ্যে আবার রাজ্যে সফরে এসে খোদ অমিত শাহ-ই বলে যান, করোনার টিকা আগে দেওয়া হোক তারপরে সিএএ এনআরসি নিয়ে কাজ হবে। ফলে সুর আরও জোরালো করেন সাংসদ শান্তনু ঠাকুর এমনকী, তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়।

এবিষয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি হননি বলে খবর। তাই মতুয়াদের মানভঞ্জন করতে চেয়ে জানুয়ারিতে বনগাঁতে জনসভা করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শুরুতেই ফের দু’দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। তবে বিবেকানন্দের জন্মজয়ন্তীতে নয়, ১৯ ও ২০ জানুয়ারি বাংলায় আসবেন তিনি। এই সফরে একদিন বনগাঁয় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ শান্তনু ঠাকুরের হাত থেকে মাইক কেড়ে নিল বিজেপি নেতৃত্ব

বুধবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে শান্তনু ঠাকুরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত । সেখানে বনগাঁ সাংসদ স্পষ্টই জানিয়ে দেন, বিজেপিতেই আছেন। কিন্ত সিএএ লাগু করার জন্য দলের কাছে দাবি রেখেছেন তিনি। শান্তনু ঠাকুর নিজের অবস্থান স্পষ্ট করার পরেই কিন্তু অমিত শাহের বঙ্গ সফরের কথা জানা গেছে।

আরও পড়ুনঃ ‘যাহাই বিজেপি তাহাই তৃণমূল’, হলদিয়ায় মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর

প্রসঙ্গত, একুশের নির্বাচনে বাংলার জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি । পরপর রাজ্যে আসছেন জেপি নাড্ডা অমিত শাহের মত সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। কিছু আগেই দু’দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন শাহ । সেবার সফরের শুরুতে উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে গিয়েছিলেন তিনি।

এরপর রোড শো করেছিলেন অনুব্রতের গড় বোলপুরে। এবার মতুয়াদের উদ্দেশ্যে কিছু বলতেই বা কবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে সেটা শোনাতে অমিত শাহকে আসতে হচ্ছে। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বিজেপি নেতৃত্ব ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর কিছুই জানেন না। মতুয়ারা অনেক আগে থাকতেই ভারতীয় নাগরিক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here