মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি সুপার হিট হয়েছে ‘পরম সুন্দরী’ গানটি। ইতিমধ্যে এই গানে নেচেছেন বহু মানুষ। এবার এই গানে নাচলেন স্বয়ং বিগ বি-ও। মঙ্গলবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৩’-তে এসেছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। শীঘ্রই মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘হাম দো হামারো দো’। তারই প্রচার উপলক্ষে এদিন এই রিয়্যালিটি শোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল টকটকে লাল রঙের পা ছোঁয়া পোশাক।
এই শো-তে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ হতেই সেটে কৃতী তাঁর সঙ্গে নেচে ওঠেন। পরে সেদিন কৃতির সঙ্গে নাচের সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে দিয়ে বিগ বি লেখেন, ‘আহা! কলেজ জীবনে ফিরে গিয়েছিলাম। শহর কলকাতা যেন হাতছানি দিয়ে ডাকছিল!’
প্রসঙ্গত, নৈনিতালের শেরউড কলেজ এবং পরে নয়া দিল্লির কিরোরি মল কলেজে পড়াশোনা শেষ করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনয়ে আসার আগে কলকাতায় সাত বছর চাকরিও করেছিলেন তিনি। সেইসময় কলকাতার জাহাজ সংস্থা ‘বার্ড অ্যান্ড কোম্পানি’-তে চাকরি করতেন বিগ বি।
আরও পড়ুনঃ অন্য রূপে অভিনেতা জিৎ, প্রকাশ্যে এল রাবণ-এর ফার্স্ট পোস্টার লুক
এদিন এই প্রশ্নোত্তরের অনুষ্ঠানে কৃতির সঙ্গে বল ডান্স করতে করতে সেই পুরনো জীবনেই ফিরে গিয়েছিলেন অমিতাভ। এরপরেই কৃতির প্রশংসায় পঞ্চমুখ শাহেনশাহ। ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘লাল পোশাকের ‘পরম সুন্দরী’র সঙ্গে বল ডান্স, কৃতী শ্যানন!’ লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবি ‘মিমি’-তে অভিনয়ের সুবাদেই কৃতি ‘পরম সুন্দরী’-র তকমা পেয়েছেন। ২৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে কৃতি শ্যাননের পরবর্তী ছবি ‘হাম দো হামারে দো’। অভিষেক জৈন-এর পরিচালনায় মুক্তি পাবে এই ছবি। কৃতি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও, পরেশ রাওয়াল, রত্না পাঠক শাহ-সহ আরও অনেককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584