মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি শাহেনশাহ-র একটি ভিডিও। সেই ভাইরাল ভিডিওটিতে বিগ বি-কে কবিতা পাঠ করতে দেখা যাচ্ছে। কিন্তু কোন কবিতা পাঠ করছেন তিনি? ভিডিওটির ক্যাপশন দেখলে তা স্পষ্ট হয়ে যাবে।
এই কবিতাটি বিগ বি-র এক ফ্যানের লেখা। কবিতাটি লিখেছেন জনৈক বিকাশ। কবিতার নাম চেহরে। এক ভক্তের লেখা এই কবিতাটি সহজেই বিগ বি-র মন জয় করে নিয়েছে। কবিতাটি পড়ার পরই তিনি অনুভব করেন যে, কবিতাটিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এই কবিতার পরিচিতি দরকার। এটা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া দরকার। আর সেইজন্য ভক্তের লেখা কবিতা পাঠ করলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ভিডিয়ো।
ভিডিয়োর ক্যাপশনে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছেন, “চেহারা ভাবে চেহারাই কী করে এমন কাজ করল! বিকাশ কে আর সুরকার রোহন-বিনায়ককে আমার শ্রদ্ধা।” এখানেই শেষ নয়, নিজের ব্লগে কবিতাটি সম্পর্কে আরও বিশদে লিখেছেন বিগ বি। তিনি লিখেছেন, “চেহরে, অসাধারণ একটি কবিতা। পড়ার পরেই মনে হয়েছিল এই কবিতার একটি প্ল্যাটফর্ম দরকার। পরিচিতি পাওয়া দরকার এই কবিতার। অনেক ট্রায়াল ও ভুলের পর অবশেষে প্রকাশ্যে আনলাম ভিডিওটিকে। দেখা যাক, এবার কী ফলাফল হয়।”
আরও পড়ুনঃ সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত, গাড়ি চালালেন যশ
বিগ বি আরও বলেছেন, ফ্যানের লেখা এই কবিতাটি পাঠ করে সুন্দরভাবে পরিবেশন করেছেন তিনি। তবে এত কষ্ট করার পিছনে আরও একটি কারণও রয়েছে। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচার।
আরও পড়ুনঃ আর্থিক তছরুপের মামলায় দিল্লিতে ইডি-র জেরা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিগ বি অভিনীত ছবি ‘চেহরে’। ছবিটি পরিচালনা করেছেন রুমি জাফরি। অমিতাভ বচ্চন অভিনীত চেহরে ছবিতে বিগ-বি ছাড়াও রয়েছেন ইমরান হাসমি ও রিয়া চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584