চাষীদের ঋণ শোধের দায়িত্ব নিলেন অমিতাভ

0
100

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

মহারাষ্ট্রের চাষিদের ঋণ শোধ করবে অমিতাভ বচ্চন,৭৬ বছরের অভিনেতা অমিতাভ বচ্চন উত্তরপ্রদেশের সাড়ে আটশো চাষির ঋণ তিনি শোধ করবেন বলে জানিয়েছেন।তিনি জানান,এর আগেও তিনি মহারাষ্ট্রের সাড়ে তিনশো চাষির ঋণ শোধ করেছেন।অমিতাভ বলেন,‘‘এই অভিজ্ঞতা খুবই সুখকর।দেশের জনতা যারা আমাদের জন্যে সর্বস্ব দিয়ে পরিশ্রম করেন,তাদের জন্য কিছু করতে পেরে খুবই তৃপ্তি পাচ্ছি।চুয়াল্লিশটি পরিবারের একশো বারো জন আমার আগের পদক্ষেপে উপকৃত হয়েছিলেন। তারা সকলেই মহারাষ্ট্রের শহীদ সন্তান।দেশের অন্য অংশের মানুষের জন্যও অনেক কিছু করা বাকি।এটা করতেই হবে।”নিজের ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন,সাড়ে তিনশো চাষি যারা লোন শোধ করার অবস্থায় ছিলেন না,প্রায় আত্মহননের জায়গায় পৌঁছে গিয়েছিলেন,কিছুদিন আগেই এই অর্থে নিজেদের ঋণ মকুব করতে পেরেছেন।এর আগে অন্ধ্র ও বিদর্ভেও এমন হয়েছে।এখন উত্তরপ্রদেশের সাড়ে আটশো চাষিকে চিহ্নিত করে তাদের সাড়ে পাঁচ কোটির ঋণের টাকার ব্যবস্থা করা হল।ব্যাঙ্কও এ বিষয়ে সাহায়্য করছে।”অভিনেতা বলেন তিনি, কেবিসি-র কর্মবীরে আসা অজিত সিংহকেও সাহায্য করবেন। ‘‘কেবিসি কর্মবীর অজিত সিংহ যিনি জবরদস্তি করে মেয়েদের বেশ্যাবৃত্তিতে নামানোর বিরুদ্ধে কাজ করেন এবং কিডন্যাপ করে জোর করে অপরাধের কাজে লাগানো মেয়েদের পুনরুদ্ধার ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজ করেন,তাঁকেও অর্থ সাহায্য করা হবে।”

আরও পড়ুনঃ চুম্বনের পূর্বে সচেতনতা স্বাস্থ্যকর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here