নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শিশু পাচার , গ্যাস কেলেঙ্কারির পর এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল রাজ্য বিজেপি নেতৃত্বের ।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ গ্রেফতার হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায়।

অভিযোগকারী আর কেউ নন, তিনি আবার বিজেপিরই নেত্রী রাজলক্ষ্মী ঘোষ। সরশুনা এলাকার বাসিন্দা ও বিজেপি নেত্রীর বেহালা থানায় অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে গ্ৰেফতার করা হয় অমলেন্দু বাবুকে।বিজেপি নেত্রীর অভিযোগে অমলেন্দু বাবু ছাড়াও নাম আছে শিব প্রকাশ, দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়দের মতো শীর্ষ বিজেপি নেতাদেরও।
ঐ বিজেপি নেত্রীর বক্তব্য দলীয় কাজে বিভিন্ন স্থানে যাওয়ার সূত্রে তাদের মেলামেশা, সেই মেলামেশা থেকেই ভালোবাসা আর সেই ভালবাসা থেকেই আত্মসমর্পণ। তারপর অমলেন্দু বাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করেন এবং একাধিক বার গর্ভপাত করাতেও বাধ্য করেন। এমনকি রাজ্য বিজেপি-তে পদ পাইয়ে দেওয়ার কথা দিয়ে আরও অনেক নেতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেও বাধ্য করেন তিনি।
শুধু তাই নয় শ্লীলতাহানির অভিযোগও করেছেন শিব প্রকাশের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর দাবি দলে অভিযোগ করে কোন লাভ হয়নি। উপরন্তু অমলেন্দু বাবু ও শিব প্রকাশের কুকর্মকে সমর্থন করে তাকে গর্ভপাত করাতে শাশানি ও চাপ দেন
রাজ্য বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ। তাই
দীলিপ বাবুদের বিরুদ্ধেও অভিযোগ।
ঘটনার প্রতিক্রিয়ায় রাহুল সিনহা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে বলেন ঐ অভিযোগকারীণী বিজেপির এখন আর কেউ নন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584