করোনা চিকিৎসার লাগামছাড়া খরচ বেঁধে দিতে শনিবার বৈঠকে স্বাস্থ্য কমিশন

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা রোগীকে ভর্তি নিতে গেলে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না এবং বিনা টাকা দিয়েও ১২ ঘন্টা পরিষেবা দিতে হবে এরকম একাধিক নির্দেশিকা প্রকাশ করেছিল নবান্ন যদিও ওই নির্দেশ অমান্য করলে কি হবে তার কোনো উল্লেখ ছিল না।

standard building | newsfront.co
ফাইল চিত্র

স্বাভাবিকভাবেই বেসরকারি হাসপাতালগুলো লাগামছাড়া বিলে সাধারণ মানুষ থেকে চিকিৎসক সকলেই নাজেহাল। তাই এবার করোনা চিকিৎসায় লাগামছাড়া বিল রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। জানা গেছে আগামীকাল একটি বিশেষ বৈঠকের পর বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি হতে পারে।

আরও পড়ুনঃ নারদ কাণ্ডে ফের মুকুল রায়কে নোটিশ পাঠাল ইডি

এই কথা জানিয়েছেন খোদ কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শনিবার বিকেল ৪ টে নাগাদ নিউটাউন ক্লাবে কমিশনের সদস্যরা উপস্থিত হয়ে করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলো কোন খাতে কত টাকা নিতে পারবে, কী পদ্ধতিতে চিকিৎসা হবে, তার খরচ কত হবে, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুনঃ কোভিডের সরঞ্জাম কেনায় দুর্নীতির স্বচ্ছ তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

এমনকি এই সংক্রান্ত নির্দেশিকা না মানলে কি শাস্তি হতে পারে সে বিষয়ে উল্লেখ থাকবে স্বাস্থ্য কমিশনের বিজ্ঞপ্তিতে। অসীমবাবুর কথায়, ‘এই পরিস্থিতিতে এরকম একটা বৈঠকের খুব প্রয়োজন ছিল। আশা করছি আমরা মানুষকে ভালো কিছু শোনাতে পারব।’

বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল নিয়ন্ত্রণে অন্য রাজ্য আগেই এরকম সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ এ নিয়ে এখনো সিদ্ধান্ত না নেওয়ায় মৃত্যু হচ্ছে অনেক করোনা রোগীর। তাই শনিবার স্বাস্থ্য কমিশনের বৈঠকের পর সদর্থক বিজ্ঞপ্তির আশায় রাজ্যবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here