NPR নিয়ে বহু প্রশ্ন ও আশঙ্কার মাঝে বিরোধিতার আহ্বান সমাজকর্মীদের

0
290

ওয়েব ডেস্কঃ

দেশ জুড়ে জাতীয় নাগরিক পঞ্জী ও নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন ও বিতর্কের মাঝে এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনআরসি প্রক্রিয়াকে আরো ভয়ঙ্কর করে তুলবে বলে মন্তব্য করলেন প্রাক্তন আইএএস তথা সমাজকর্মী হর্ষ মান্দার। তিনি জানান এর নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী এনপিআর শুধুমাত্র এনআরসি বা এনআরআইসি’র প্রথম ধাপই নয়, এর ফলাফল হবে আসামের থেকেও মারাত্মক।

ছবি সৌজন্যেঃ টুইটার

অন্যদিকে লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায় বুধবার দিল্লিতে দাবি করেন যে এনপিআর এনআরসির ডাটাবেস হিসাবে কাজ করবে। তাই তিনি এনপিআরের বিরোধিতার আহব্বান জানান।

সংবাদ সংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে তিনি মন্তব্য করেন যে NCR অবশ্যই দেশের মুসলিম বিরোধী প্রজেক্ট। এর সমীক্ষা কারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে যে তথ্য এনসিআর’এর ডাটাবেস হিসাবে ব্যবহৃত হবে।

জাতীয় নাগরিক পঞ্জী ও নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে আন্দোলন ও বিতর্কের মাঝেই শুক্রবার কেন্দ্রীয় সরকার এনপিআর(NPR) ২০২০ ও আদমশুমারি(Census) ২০২১ নবীকরণের জন্য যথাক্রমে ৩৯৪১ ও ৮৭৫৪ কোটি টাকা বরাদ্দ করে।

বিরোধীদের আশঙ্কা এইএনপিআর’এর আড়ালেই এনআরসি বা এনআরআইসি’এর জাল বোনা হচ্ছে। তাদের দাবি ২০১৮-১৯ এর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বার্ষিক রিপোর্টের ২৬২ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এনপিআরই হল এনআরসির বা এন আরআইসি’র প্রথম ধাপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here