নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমপানে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের তৃতীয় পর্যায়ের তালিকা প্রকাশিত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বিডিও অফিস ও এসডিও অফিসের সামনে সেই তালিকা টাঙানো হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে গত ৬ ও ৭ ই আগস্ট দুদিন ধরে ব্লকে ব্লকে আমপানে ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র সংগ্রহ করা হয়। সেই আবেদনপত্র ক্ষতিয়ে দেখে ১৪ ই আগস্ট তালিকা প্রকাশ করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুনঃ মাটির তলা থেকে উদ্ধার প্রাচীন রৌপ্যমুদ্রা
সেই মতো আজ তালিকা প্রকাশ করার পাশাপাশি বিডিও অফিসের সামনে তা টাঙানো হয়। সকাল থেকে ভিড় জমে ব্লক চত্বরে। আবেদনকারীদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হয় পুলিশবাহিনী। তালিকায় নাম দেখে খুশি আবেদনকারীরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584