আমপানের তান্ডবে বিধস্ত হুগলি

0
121

২১মে, মোহনা বিশ্বাস : বুধবার সন্ধ্যায় তীব্র গতিতে সুন্দরবনে আছড়ে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান। স্থলভাগে ঢুকতেই ধারণ করে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরই কলকাতা, হাওড়া ও হুগলির উপর দিয়ে বয়ে যায়। সেইসময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ১৩০কিমি প্রতি ঘন্টায়। টানা চার ঘন্টা স্থায়ী হয়েছিল আমপান।তীব্র গতিতে বইছিল ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

নিজস্ব চিত্র

এই শক্তিশালী ঘূর্ণিঝড় আমপানের ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বিপর্যস্ত হুগলিও। আমপানের জেরে উপরে গেছে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার বেশ কয়েকটি গাছ। ভেঙে পড়েছে লাইট পোস্টও। বুধবার থেকেই গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উড়ে গিয়েছে ঘরের চাল। প্রবল বৃষ্টির কারণে জল ঢুকেছে বাড়ির ভিতর। বুধবার হুগলি জেলাকে কার্যত তছনছ করে দিয়েছে আমপান।

নিজস্ব চিত্র

ঘূর্ণিঝড়ের জেরে নষ্ট হয়েছে ধান। ঝড়ো হাওয়া মুড়িয়ে দিয়েছে সোনার ফসলকে। তাই মাথায় হাত চাষিদের। হুগলি জেলায় এবছর আমের ফলনও ভালো হয়েছিল। কিন্তু করোনার জন্য আম বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন আম চাষিরা। একেই করোনা তার উপর এসে পড়ল আমপান। আমের ফলন ভালো হলেও আমপানের জেরে তা সবই ঝড়ে ঝরে গেছে। ফলে চরম ক্ষতির মুখে পড়লেন আম চাষিরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here