শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ মে:

ঘূর্ণিঝড় আমফান আঘাত হানল সোজা রাজ্যের শীর্ষ প্রশাসনিক কার্যালয় হাওড়ার নবান্নেও। বুধবার সন্ধ্যায় নবান্নে কন্ট্রোল রুমে বসে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব লক্ষ্য করছিলেন মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন জেলাশাসকের দফতরে নির্দেশ যাচ্ছিল। এই সময়েই ৭ টা নাগাদ আচমকা খবর মিলল নবান্নের ঝড়ের অভিঘাতের।
আরও পড়ুন:শুক্রবারই আমফান বিধ্বস্ত বঙ্গ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সফরসঙ্গিনী হবেন মমতা
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমফানের তান্ডবে নবান্নে নর্থ গেটে চেকিংরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন সেখানে কর্তব্যরত দুই পুলিশকর্মী৷ এছাড়াও নবান্নের মন্ত্রীর জন্য নির্দিষ্ট ১০৯ ঘর সুপার সাইক্লোনের দাপটে পুরো লন্ডভন্ড হয়েছে। প্রসঙ্গত, এই ঘরে আগে বসতেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584