আমফানের তাণ্ডব নবান্নেও, আহত দুই পুলিশকর্মী, লন্ডভন্ড মন্ত্রীর ঘর

0
56

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ মে:

গ্রাফিক্স চিত্র

ঘূর্ণিঝড় আমফান আঘাত হানল সোজা রাজ্যের শীর্ষ প্রশাসনিক কার্যালয় হাওড়ার নবান্নেও। বুধবার সন্ধ্যায় নবান্নে কন্ট্রোল রুমে বসে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব লক্ষ্য করছিলেন মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন জেলাশাসকের দফতরে নির্দেশ যাচ্ছিল। এই সময়েই ৭ টা নাগাদ আচমকা খবর মিলল নবান্নের ঝড়ের অভিঘাতের।

আরও পড়ুন:শুক্রবারই আমফান বিধ্বস্ত বঙ্গ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সফরসঙ্গিনী হবেন মমতা

এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমফানের তান্ডবে নবান্নে নর্থ গেটে চেকিংরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন সেখানে কর্তব্যরত দুই পুলিশকর্মী৷ এছাড়াও নবান্নের মন্ত্রীর জন্য নির্দিষ্ট ১০৯ ঘর সুপার সাইক্লোনের দাপটে পুরো লন্ডভন্ড হয়েছে। প্রসঙ্গত, এই ঘরে আগে বসতেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here