নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
হাওয়া অফিসের নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে যে কোনও সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আমফান’। এই প্রাকৃতিক দুর্যোগের কথা জানার পরেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উদ্যোগী হয় উপকূল ভাগের মানুষ এবং মৎস্যজীবীদের সতর্ক করতে। এবার সেই কাজে ঝাঁপিয়ে পড়ল এনডিআরএফ। সোমবার সকালে ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফোর্সের একটি দল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে এসে পৌঁছায়।
দীঘা থানা ও দীঘা মোহনা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন রামনগর এক ব্লকের উপকূলীয় বিভিন্ন প্রান্তে সতর্কতামূলক প্রচার চালায় এই দল। অন্যদিকে দীঘা থানার অন্তর্গত দত্তপুর, গদাধরপুর, নতুন দীঘা আাবার দীঘা মোহনা থানার অন্তর্গত গঙ্গাধরপুর, পূর্ব মুকুন্দপুর, ঘেরসাই প্রভৃতি এলাকায় গিয়ে দফায়-দফায় মাইকিং করে মানুষদের সতর্ক করে এই দল।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন নয়, সেই বিষয় বাড়ি বাড়ি ঘুরে মানুষদের সচেতন করা হয় এনডিআরএফ-এর তরফে।উল্লেখ্য, রামনগরের মহকুমাশাসক ও রামনগর এক ব্লকের বিডিও বিভিন্ন ফ্লাড সেন্টারগুলো পরিদর্শন করেন। অপরদিকে রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র দীঘা, তাজপুর, জামড়া, শংকরপুর, জলধা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার বার্তা দেন।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পরীক্ষা করা এক ব্যক্তির লালারসে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি
প্রশাসন সর্বদা প্রস্তুত ঘূর্ণিঝড় মোকাবিলায়। প্রশাসন সূত্রে জানা গেছে আমফানের প্রভাবে আাগামী কয়েক দিন সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি প্রবল ঝড় হাওয়া-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীঘা থানা ও মোহনা থানার পক্ষে মাইকিং করা হয়। মানুষজনকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র এলাকায় গ্রামগুলোতেও সর্তক থাকতে বলা হয়েছে।
যদিও লকডাউনের ফলে দিঘা প্রায় জনশূন্য, তবুও প্রশাসন সবরকম বিপদের প্রস্তুতি নিয়ে রেখেছে। আরো জানা যায় ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় আমফান এখন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট। আমফানের সর্তকতা জারি হয়েছে সমুদ্র উপকূল এলাকায়। এর ফলে আাগামী কয়েক দিন সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584