প্রবল শক্তি নিয়ে মন্দারমণিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান

0
1421

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

আয়লার মতো আরও একটি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে পশ্চিমবঙ্গ। শনিবার সকালে এমনই সতর্কতা জারি করল মৌসম ভবন। প্রবল শক্তি নিয়ে মন্দারমণিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। আগামী বুধবার বেলা ১২টায় মন্দারমণির কাছে ভূভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড়টি।

Amphan | newsfront.co
প্রতীকী চিত্র

যার জেরে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভূভাগে প্রবেশ করার সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবেশের পর হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে ঝড়টি ঢুকবে বাংলাদেশে।

আরও পড়ুনঃ ফিরে যাচ্ছেন কলকাতার ১৮৫ জন মণিপুরি নার্স, ট্রেন্ডে আশঙ্কায় স্বাস্থ্য পরিষেবা

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবে দিঘা থেকে ১,২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে আমফান। আজই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ফের সেরকমই একটা প্রবল শক্তি সম্পন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here