গবেষণার কাজের জন্য সোনার পদক পেলেন ড. শোভন কুমার মুখার্জ্জী

0
162

ফারুক আহমেদ, কল্যাণী:
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. শোভন কুমার মুখার্জ্জীকে ‘অ্যানজিওস্পার্ম ট্যাক্সোনমি’র ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইণ্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর অ্যানজিওস্পার্ম ট্যাক্সোনমি (IAAT) ২০১৭ সালের সম্মানজনক ওয়াই ডি ত্যাগীর নামে সোনার পদক প্রদান করল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আলোচনার সময় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. শোভন কুমার মুখার্জ্জীর গলায় সোনার মেডেল পরিয়ে দেন ইণ্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর অ্যানজিওস্পার্ম ট্যাক্সোনমির (IAAT) সভাপতি অধ্যাপক এস ভি এস চৌহান। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা ও আধিকারিকরা অভিন্দন জানিয়েছেন ড. শোভন কুমার মুখার্জ্জীকে। গবেষণা কাজের জন্য এই পুরস্কার “ওয়াই ডি ত্যাগীর নামে সোনার মেডেল” পাওয়ার জন্য গর্বিত হয়েছেন বহু গবেষক।
ড. শোভন কুমার মুখার্জ্জীর দেখানো পথে আরও অনেকে গবেষক উৎসাহিত হয়ে এগিয়ে যাবেন এই আশা অনেকেই ব্যক্ত করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here