করোনা-আমপান হানায় বিপন্ন বইপাড়া, সাহায্যের আবেদন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের

0
69

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনার প্রকোপে নাজেহাল সমগ্র দেশ। এ রাজ্য ও রাজ্য ঘুরতে ঘুরতে কোভিড-১৯ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। করোনার কোপে ঘায়েল কলকাতা। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি। বন্ধ দোকানপাটও। এহেন পরিস্থিতিতে কাজ হারাচ্ছেন অনেকেই।

Books | newsfront.co
সংবাদ চিত্র

এই লকডাউনে এশিয়ার বৃহত্তম ও প্রাচীনতম বইপাড়ার চিত্রটা একেবারে পাল্টে গেছে। সব দোকানে ঝাঁপ নামানো। তাকে তাকে বই যেমন সাজানো ছিল তেমনই আছে। গত দু’মাস ধরে সেই বইয়ে হাত দেননি কেউ। অভাব অনটনে ভুগছেন বই বিক্রেতারা। এমতাবস্থায় গোদের ওপর বিষফোঁড়া হয়ে এল ঘূর্ণিঝড় আমপান। গত বুধবার প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড় কার্যত তছনছ করে দিয়েছে মহানগরীকে।

ampan effect | newsfront.co
সংবাদ চিত্র

এদিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে তীব্র গতিতে বয়ে যায় আমপান। এর প্রভাবে উপড়ে গেছে শহরের অধিকাংশ গাছ, ভেঙে গেছে ল্যাম্প পোস্ট। কোথাও আবার জলের তোড়ে ভেসে গেছে বাড়ি। ঘূর্ণিঝড় আমপানের সঙ্গে যে প্রবল বৃষ্টি হয়েছিল, সেই জলেই ভেসে গেছে কলেজস্ট্রিটের ঐতিহ্যবাহী বইপাড়া।দোকানের ভিতর জল ঢুকে যাওয়ার কারণে নষ্ট হয়েছে হাজার বই, ছাপার ফর্মা ও কাগজ। ফলে বইপাড়ার সকলেই আজ বিপন্ন, বিপর্যস্ত। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রকাশক ও বই বিক্রেতারা।

আরও পড়ুনঃ আমপানের তান্ডবে যেন নিঃস্ব সুন্দরবন

Boipara | newsfront.co
সংবাদ চিত্র

বইপাড়ার সকলের কথা ভেবেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিট বইপাড়াকে উজ্জীবিত করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মখ্যমন্ত্রী, সমস্ত বিদেশী এমব্যাসি এবং ভারত তথা পশ্চিমবঙ্গ ও দেশ-বিদেশে বসবাসকারী সকল বইপ্রেমী মানুষের কাছে।

আরও পড়ুনঃ আমপানের জেরে উপড়ে গেছে অসংখ্য গাছ, কলকাতায় দূষণ বৃদ্ধির আশঙ্কা

Press letter | newsfront.co
প্রেস বিবৃতি

বইপাড়ার ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের সহায়তা প্রদানের জন্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রিলিফ ফান্ড হিসাবে আলাদা একটি অ্যাকাউন্ট খুলেছে।

এছাড়া, খুব শীঘ্রই ইচ্ছুক সকল দাতাদের জন্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের আইএফসি কোড সহ নম্বর জানিয়ে দেবে যাতে দাতারা সহজে এনইএফটি অথবা আরটিজিএস-এর মাধ্যমে ওই অ্যাকাউন্টে যে যার সাধ্যমতো অর্থ দান করতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here