বিপর্যস্ত মুর্শিদাবাদও! চিন্তায় মাথায় হাত কৃষকদের

0
76

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি চলছে তাতে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের কপালে। একদিকে করোনার কারনে লকডাউন যে জন্য কাজ বন্ধ রয়েছে এবং তাতে চাষের কাজের ক্ষেত্রেও ঘাটতি পড়েছে। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ আমপানের কারনে বিশাল ক্ষতির মুখে পড়েছে চাষীরা।

crops | newsfront.co
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের খড়গ্রামে বেশ কিছু চাষীরা নিজের নিজের ভাগের জমিতে ধান থেকে সবজি সবকিছুই লাগিয়েছিলেন। চাষীরা জানাচ্ছেন ওনার ১০ বিঘা জমির মধ্যে তিন বিঘা জমির ধান কেটে ছিলেন জল জমার কারণে হয়তো ক্ষতি হবে এমনটাই মনে করছেন।

farmer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আমফান বিধ্বস্ত বাংলাকে ফের গড়ে তুলতে পরিকল্পনা, মন্ত্রীদের বিভিন্ন জেলা ঘুরে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কয়েকদিন ধরে আবহাওয়া খুবই খারাপ তার ওপর গতকাল সারাদিন নিম্নচাপের কারণে এবং তার জেরে সন্ধ্যে থেকে প্রায় প্রবল ঝড় ঝঞ্ঝার কারণে ক্ষতি হয়েছে প্রচুর ধান ও সবজির। অপর এক চাষী জানাচ্ছেন ৫ বিঘা জমির মধ্যে বেশ কিছুটা ধান কাটা হলেও বাকী জমির ধান হয়তো আর তিনি বাঁচাতে পারবেন না।

সেইসঙ্গে বিভিন্ন রকম সবজি ও লাগিয়েছিলেন। কিন্তু সেই সবজি ঝড়-ঝঞ্ঝার কারণে দুমড়েমুচড়ে পড়েছে। এখন তাদের একটাই লক্ষ্য রাজ্য সরকার যদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন তাহলে হয়তো তাদের এই খাটনির ক্ষতিপূরণ তারা পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here