নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
ক্রমশ ঘূর্ণিঝড় আমপানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র। এনডিআরএফের টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছেন বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করেছেন।
দীর্ঘ লকডাউনে দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশি ভাবাচ্ছে তাদের। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায়
[advanced_iframe src=”https://embed.windy.com/embed2.html?lat=20.972&lon=90.950&zoom=5&level=surface&overlay=wind&menu=&message=&marker=&calendar=&pressure=&type=map&location=coordinates&detail=&detailLat=22.566&detailLon=88.365&metricWind=default&metricTemp=default&radarRange=-1″ width=”650″ height=”450″ id=”advanced_iframe” name=”advanced_iframe” onload_scroll_top=”iframe”]
জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধকালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে।হাত লাগিয়েছে গ্রামবাসীরাও। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে ওই এলাকার মানুষজন দের। সকাল থেকে মেঘলা আকাশ।হালকা হাওয়া বইছে।দিঘা সহ মন্দারমনি হলদিয়াতে প্রশাসন মাইকিং করে সতর্ক করেছে বাসিন্দাদের। নজরদারিও চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584